টঙ্গিবাড়িতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির উত্তর ধামারণ গ্রামে প্রতিপক্ষের হামলায় কবির শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কবির উত্তর ধামারণ গ্রামের আউয়াল শেখের ছেলে। স্থানীয় ইউপি সদস্য কবির খান বাংলানিউজকে জানান, উত্তর ধামারণ গ্রামের স্থানীয় রাস্তা মেরামত করার জন্য রাজ্জাক শেখের ছেলে রুহুল আমিন ও ইকবাল গং প্রতিবেশী কবিরের কাছে টাকা চায়।

কবির টাকা নিতে না চাইলে বৃহস্পতিবার বিকেলে উভয়ের মধ্যে তর্কবির্তকের এক পর্যায়ে রুহুল আমিন লোহার রড দিয়ে কবিরের মাথায় আঘাত করে।


গুরুতর আহতাবস্থায় মুন্সীগঞ্জের এআর কিনিকে নেওয়া হলে ঢাকা কর্তব্যরত চিকিৎস তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে।

টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ খালেক বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহত কবিরের মা কমলা খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply