বাজারের টেন্ডারের সিডিউল জমাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় জেলার সিরাজদীখান উপজেলার বালুরচর গ্রামে শুক্রবার সারাদিন থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। এদিকে ঘটনার একদিন পেরিয়ে গেলেও শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত এ ব্যাপারে সিরাজদীখান থানায় কোনো মামলা হয়নি। বালুরচর বাজার ও বালুরচর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সিরাজদীখান থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, বালুরচর গ্রাম ও বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আ’লীগের উভয় পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি। বৃহস্পতিবার উপজেলার বালুরচর বাজারের টেন্ডার আহ্বান করা হলে সিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে বালুরচর ইউনিয়ন আ’লীগ সভাপতি আলেক চান মুন্সী ও একই ইউনিয়নের অপর আ’লীগ নেতা নুরু বাউলের গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধসহ অর্ধশত আহত হয়। ১২ বসতঘরে অগি্নসংযোগ করা হয়।
সমকাল
Leave a Reply