সিরাজদীখানে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-বৃত্তি প্রদান

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে শুক্রবার বিকেলে কৃতি-শিক্ষার্থীদের মাঝে “সাফিজা বিবি মেধা শিক্ষা-বৃত্তি” প্রদান করা হয়েছে। বিক্রমপুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন সোসাইটির আয়োজনে এ মেধা শিক্ষা-বৃত্তি দেওয়া হয়। আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো: শওকত হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ লতিফ, কর্ণেল (অব:) জালাল উদ্দিন, এম এ কাশেম, ফজলুর করীম, মো: আব্দুস সাদেক প্রমুখ। সিরাজদীখান উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৬০ কৃতি-শিক্ষার্থীকে এ শিক্ষা-বৃত্তি প্রদান করা হয়।

ইউনাইটেড প্রেস অব বাংলাদেশ

Leave a Reply