মুন্সীগঞ্জ শহরে সোমবার বিকেলে রাজাকারের ফাঁসির দাবী ও জামায়াত-বিএনপি আহুত হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে আওয়ামীলীগ। বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের পুরাতন কাচারী এলাকা থেকে শহর আ’লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া ও কেন্দ্রীয় যুবলীগ নেতা ফয়সাল আহমেদ বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক, থানারপুল চত্বর ও জুবলী রোড প্রদক্ষিন করে পুনরায় পুরাতন কাচারীতে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জেলা আ’লীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সদর উপজেলার চেয়ারম্যান আনিস-উজ-জামান আনিস, জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল হেসেন, সদর আ’লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া আফসু, সাধারণ সম্পাদক শামসুল কবীর মাষ্টার, কেন্দ্রীয় যুবলীগ নেতা ফয়সাল আহমেদ বিপ্লব, শহর আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া প্রমুখ।
টাইমস্ আই বেঙ্গলী
Leave a Reply