মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় সদর থানায় ২টি মামলা হয়েছে। শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, পৌর কাউন্সিলর এনামুল হক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফা হাবিবে আলম শাহরিয়ারসহ ২টি মামলায় ২৭ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। এদিকে, গ্রেপ্তারকৃত পৌর কাউন্সিলর এনামুল হক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফা হাবিবে আলম শাহরিয়ারকে গতকাল দুপুরে আদালতে প্রেরণ করা হয়। বিকাল ৪টার দিকে জামিন শুনানি হলে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলী আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
শহর যুবদলের সভাপতি পৌর কাউন্সিলর এনামুল হকের সমর্থিত মো. রিকুর স্ত্রী পলি আক্তার বাদী হয়ে গতকাল সদর থানায় একটি মামলা দায়ের করেন। শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফা হাবিবে আলম শাহরিয়ারসহ ১২ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়। মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক ও ওলামা দলের নেতা আব্দুর রশীদ মুন্সীসহ ১৫ জনকে আসামি করে সদর থানায় পাল্টা মামলা দায়ের করেন পৌরসভার মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার সীমা।
মানবজমিন
Leave a Reply