সামসুল হুদা হিটু: মেঘনা শাখা নদীতে আওয়ামীলীগ নেতার ড্রেজারে আগুন দেওয়ার ঘটনায় নাশকতার অভিযোগে দুস্কৃতকারীদের বিরুদ্ধেবুধবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের নেতা শান্তি মিয়া বাদী হয়ে ৩ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।
এদিকে, সোমবার দিবাগত গভীর রাতের আঁধারে পোড়াচক বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা শাখা নদীতে দুস্কৃতকারীরা মেসার্স শান্তি ট্টেডার্স নামে বালু কাটার একটি ড্রেজারে আগুন দেয়। এতে ড্রেজারটি সম্পুর্ণ পুড়ে যায়। আ’লীগ নেতা শান্তি মিয়া এ ড্রেজারের মালিক।
ওয়ান নিউজ
Leave a Reply