পরিবারের দাবি নিহত বজলু শিবির কর্মী নয়, তাদের পরিবারের কেউ জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত নেই। গত ৮ই মার্চ ইসলামী দলগুলোর ডাকা সমাবেশের দিনে রাজধানীর পুরানা পল্টনে ২৯/১ ঠিকানা নামের বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে নিহত বজলুর রহমানের ভাই সোলায়মান দাবি করেন তার ভাই কখনও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে ছিলেন না। তিনি ওই দিন ঢাকায় এসেছিলেন ইসলাম ধর্মের অবমাননাকারীদের বিরুদ্ধে ইসলামী দলগুলোর ডাকা সমাবেশে যোগ দিতে একজন ইসলাম প্রেমিক হিসেবে। সোলায়মান মনে করেন, তার ভাই ছাদ থেকে পড়ে মারা যায়নি, পুলিশ তাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। তিনি অভিযোগ করেন পল্টন থানা পুলিশ তার কাছ থেকে জোর করে লিখে নিয়েছে- তার ভাই পল্টনের ১২তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। তিনি প্রশ্ন তুলে বলেন, পুলিশের ভয়ে কেউ ১২তলা ভবন থেকে লাফিয়ে পড়ে না।
নিহত বজলুর রহমান তিতাস গ্যাসের একজন কর্মচারী হিসেবে চাকরির পাশাপাশি পড়াশোনা করতেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতে এলএলবি ২য় বর্ষে। তার চাকরির ক্ষেত্র ছিল কুমিল্লার দাউদকান্দি। সেখানেই থাকতেন। মাঝে মধ্যে ঢাকায় এসে ক্লাস করতেন। তার পিতা মাওলানা তোহা মিয়া মারা গেছেন কয়েক বছর আগে। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভাতের চর গ্রামে। চার ভাই দুই বোনের মধ্যে নিহত বজলুর রহমান ছিলেন সবার ছোট। পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ই মার্চ শুক্রবার সরকারি বন্ধ থাকায় বজলুর রহমান ইসলামী দলগুলোর সমাবেশে যোগ দিতে ভোর বেলায় বাড়ি থেকে ঢাকায় আসেন। ঢাকা থেকে দাউদকান্দি যাবেন বলে বাড়ি থেকে বলে আসেন। ওইদিন জুমার নামাজের পর পুরানা পল্টনের ২৯/১ নম্বর ফ্ল্যাট বাড়িটি ঘেরাও করে পুলিশ সেখান থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করে, ওই সময় ওই বাড়ির ১২তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারা যায় বজলুর রহমান। পরিচয় না পাওয়ায় পল্টন থানা পুলিশ ঘটনার পর পর নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
গতকাল দুপুরে নিহত বজলুর রহমানের বড় ভাই সোলায়মান ও চাচা মাওলানা আবুল বাছির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ শনাক্ত করেন। সোলায়মান জানান, রাজধানীর পুরানা পল্টনে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যুর খবর শুনে এবং মোবাইল ফোনে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ঢাকায় খুঁজতে এসে মর্গে ভাইয়ের লাশ খুঁজে পাই, দেখি আমার ভাই ইসলামের জন্য শহীদ হয়েছেন। বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহত বজলুর রহমানের ভাই সোলায়মান লাশ বুঝে নিয়ে গ্রামের বাড়িতে রওনা দেন। তিনি জানান, গ্রামের বাড়িতেই তার ভাইকে দাফন করা হবে পিতার কবরের পাশে।
অন্যদিকে পল্টন থানার ওসি গোলাম সরোয়ার নিহত বজলুর রহমানকে ছাত্রশিবির কর্মী দাবি করে বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিহত ব্যক্তি ছাত্রশিবির কর্মী। মনে করার কারণ হিসেবে তিনি বলেন, নিহত বজলুর রহমানের মোবাইল ফোনে জামায়াত-শিবিরের বেশ কিছু কর্মসূচি পালন করার মেসেজসহ, দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির বিষয়ে কয়েকটি মেসেজ পাওয়া গেছে। এছাড়াও পুরানা পল্টনের কালভার্ট রোড়ে যে বাড়ির ছাদ থেকে সে পড়ে মারা গেছে ওই বাড়িটি জামায়াতের কেন্দ্রীয় নেতা আবদুর রবের এবং অনেক দিন ধরে জামায়াত-শিবির কর্মীরা ওই বাড়িটিতে আশ্রয় নিয়ে নাশকতা ঘটিয়ে আসছিল বলে আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। নিহত বজলুর রহমানের ভাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগ সঠিক নয়, তার ভাই ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে, আমরা তার কাছ থেকে কোন লিখিত নিইনি।
মানবজমিন
Leave a Reply