১৮ দলীয় জোটের সকাল-সন্ধা হরতালে মুন্সীগঞ্জে দুইটি সিএনজি চালিত অটোরিক্সা ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের বাজার এলাকায় ও খালইষ্ট তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এছাড়া শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় হরতালের সমর্থনে পিকেটাররা মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে রিকশাসহ যানবাহন চলাচলে বাধা দিতে দেখা গেছে।
এদিকে মুন্সীগঞ্জ শহর ও মুক্তারপুর এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। শহরে রিকশা ও অটোবাইক চলাচল করলেও সংখ্যা একেবারেই কম। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।
সকাল ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে মুক্তারপুর এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
অন্যদিকে ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এবং ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply