সামসুল হুদা হিটু: মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কের মিরশ্বের এলাকায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী দীপু ও মাই টিভির জেলা প্রতিনিধি মঈনউদ্দিন সুমনকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপির এক কর্মী। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মিরেশ্বর এলাকায় পিকেটিং করার সময় সাংবাদিক পরিচয় দেওয়ার পরও অজ্ঞাত পরিচয় এক বিএনপি কর্মী এই হুমকি দিয়েছে।
এদিকে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ বিএনপি কর্মীকে আটক করলেও হুমকিদাতা বিএনপি কর্মী আত্মগোপনে চলে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
মুন্সীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী দীপু জানান, ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধা হরতালে বিএনপির মিছিলের সংবাদ সংগ্রহ করতে রিক্সাযোগে তিনি ও মাই টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি মঈনউদ্দিন আহমেদ সুমন শহরের উপকণ্ঠ মুক্তারপুরে যাচ্ছিলেন। বহনকারী রিক্সাটি মিরেশ্বর এলাকায় পৌছলে বিএনপির কর্মীদের পিকেটিংয়ের কবলে পড়ে। এসময় বিএনপির এক কর্মী এ হুমকি দিয়েছে।
ওয়ান নিউজ
Leave a Reply