অতিরিক্ত পুলিশ সুপারে হাতে শিক্ষক লাঞ্ছিত
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অতিরিক্ত পুলিশ সুপারের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে ইউএনও’র কাছে স্মারক লিপি পেশ করেছে শিক্ষক মহল। টঙ্গিবাড়ী উপজেলার ইউএনও নাসরিন পারভীনের কাছে উপজেলার আড়াইশ’ প্রাইমারী শিক্ষক এ স্মারক লিপি পেশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- টঙ্গিবাড়ী আ’লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, যুবলীগ নেতা রুবেল খান, পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: শামসুর রহমান, টঙ্গিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, কাঠাদিয়া-শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য বুধবার টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল-বালিগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন চলাকালে গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের পোলিং অফিসার শিক্ষক মাকসুদুর রহমানকে লাঞ্ছিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার।
ইউএনএসবিডিডটকম
=========================
স্কুল শিক্ষককে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল বালিগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের উপ নির্বাচনে গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভোট কেন্দ্রে কর্মরত পোলিং অফিসার পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাকসুদুর রহমানের উপর পুলিশের শারীরিক নির্যাতন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গীবাড়ী উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবার তারা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
তারা এই ঘটনার সাথে জড়িত পুলিশ অফিসারের বিচার চেয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং এই ঘটনায় তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য, জেলার টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল বালিগাঁও ইউনিয়ন পরিষদ সংরক্ষিত আসনের উপ নির্বাচনে পোলিং অফিসার হিসাবে নিয়োগপ্রাপ্ত উক্ত শিক্ষককে এক পুলিশ অফিসার শারীরিক ভাবে নির্যাতন করা অভিযোগ উঠেছিল।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply