শ্রীনগরে মেয়ে নিয়ে ফুর্তি করার সময় যুবলীগ সভাপতিকে গনধোলাই

ali akborআরিফ হোসেন: শ্রীনগরে মেয়ে নিয়ে ফুর্তি করার সময় যুবলীগ সভাপতিকে গনধোলাই দিয়েছে স্থানীয় জনগন। গত মঙ্গলবার রাত বারটার দিকে শ্রীনগর থানা ভবন থেকে মাত্র একশগজ দুরে এঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতা তাকে ছাড়িয়ে নেন। স্থানীয়রা জানান, শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের নেতা আলী আকবর (৪০) তিন দিন আগে ঐ ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। এর পর পরই গত মঙ্গলবার রাতে সে তার দলীয় প্রভাব খাটিয়ে থানা সংলগ্ন এক দরিদ্র নারীর ঘরে ঢুকে ঐ নারীকে নিয়ে ফুর্তি করার চেষ্টা চালায়।

এসময় স্থানীয় যুবকরা তাকে আটক করে উত্তমধ্যম দেয়। অপর একটি সূত্র দাবী করে, এই ঘটনার আগেরদিন আলী আকবর একই ঘরে গভীর রাত পর্যন্ত তার অপর এক সঙ্গীকে নিয়ে মদ পান করে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। আলী আকবর সরকার দলীয় নেতা হওয়ায় পুলিশ ঘটনাস্থলে আসলেও তাকে আটক না করে চলে যায়। এতে স্থানীয় যুবকরা ফুসে উঠে। গত মঙ্গলবার রাতে যুবকরা ওত পেতে আলী আকবরকে একই স্থান থেকে আটক করে মারধর করে। এ সময় আওমীলীগ নেতা আ: রউফ, পারভেজ ও আক্তার হোসেন বিষয়টি মিমাংসার আশ্বাষ দিয়ে আলী আকবরকে ছাড়িয়ে নেয়।

গতকাল সরজমিনে ঐ বাড়িতে গেলে নামপ্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, আলী আকবর প্রভাবশালী নেতা হওয়ায় আমরা তাকে ভয়ে কিছু বলতে পারিনা। এ ব্যাপারে আ: রউফ বলেন, আলী আকবর আমার ব্যবসায়ীক পার্টনার হওয়ায় তাকে ছাড়াতে হয়েছে। এ বিষয়ে আলী আকবরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি আওয়ামী লীগের একাধিক নেতার কাছ থেকে জেনে নিতে বলেন।

Leave a Reply