মুন্সীগঞ্জ ও মুক্তারপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

bnp7রাজীব হোসেন বাবু: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ১০ নেতার জামিন না মঞ্জুর না করে কারাগারে প্রেরণ ও মঙ্গল ও বুধবার টানা ৩৬ ঘন্টা হরতালের হরতালের সমর্থনে মুন্সীগঞ্জ শহর ও মুক্তারপুরে বিএনপি প্রতিবাদ মিছিল করেছে। গতকাল রোববার সন্ধ্যায় শহরের থানারপুলস্থ দলীয় কার্যালয় থেকে শহর বিএনপি মিছিল বের করে।

হাটলক্ষীগঞ্জ এলাকা ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে একে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবদল নেতা মোখলেছুর রহমান বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, নূর হোসেন, ফারুক মিজি, জাসাস নেতা মঈনউদ্দিন সুমন প্রমুখ।

একই সময়ে মুক্তারপুর ফেরিঘাট এলাকা থেকে পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. কামাল পাশা ও সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ঢালী সিরাজুল ইসলাম ও আবুল হোসেনের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি মুক্তারপুর সেতু এলাকায় পৌঁছলে সেখানে হেফাজতে ইসলামীর কয়েক জন কর্মী মিছিলে অংশ নেয়।
bnp7
ইউএনএসবিডিডটকম

Leave a Reply