মুন্সীগঞ্জে ৫ টি হাত বোমা উদ্ধার

bomb5মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী পাড়াস্থ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্মিতব্য বহুতল ভবনের মাত্র ৫০ গজ কাছে প্রধান সড়কে আজ বুধবার সকালে পুলিশ ৫ টি হাত বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে। সদর থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার পৃথক দু’টি টিম এক ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মধ্য দিয়ে বুধবার বেলা ১১ টার দিকে ৫ টি হাত বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে।

এদিকে, হরতাল চলাকালে কে বা কারা প্রধান সড়কে হাত বোমা সাদৃশ্য ওই ৫ টি বস্তু সড়কের উপর সারিবদ্ধ ভাবে ফেলে রেখে যায়। হরতালে পথচারীদের চোখে পড়লে ওই হাত বোমা সাদৃশ্য বস্তু নিয়ে শহর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

সদর থানার এসআই মো: সবুর জানান, প্রধান সড়কে মুক্তিযোদ্ধা কমান্ডের নির্মিতব্য ভবনের ৫০ গজ অদুরে হাত বোমা পড়ে থাকতে দেখে সকাল ১০ টার দিকে থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের খবর দেওয়া হয়। প্রধান সড়কে কে বা কারা ৫ টি হাত বোমা সারিবদ্ধ ভাবে রেখে গেছে- এ রিপোর্ট লেখার সময় বেলা পৌনে ১২ টা পর্যন্ত তা উদঘাটন করতে পারেনি গোয়েন্দা ও পুলিশ। অন্যদিকে, হাত বোমা সাদৃশ্য ৫ টি বস্তু উদ্দারের পর তা খোলা হলে ভেতরে পাথরের টুকরো পাওয়া গেছে বলে দাবী করেন গোয়েন্দা সংস্থা ডিএসবির উপ-পরিদর্শক শহীদুজ্জামান।

bomb5

ইউএনএসবিডি

Leave a Reply