গজারিয়ায় সংঘর্ষের পর পুরুষশূন্য আড়ালিয়া

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রাম আওয়ামী লীগ সমর্থিত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে পর পুলিশের গ্রেপ্তারের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয় গ্রুপ গজারিয়া থানায় পাল্টাপাল্টি ২টি মামলা দায়ের করে। মামলা ২টিতে আড়ালিয়া গ্রামের শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।


এতে বুধবার সকাল থেকে গ্রাম ছেড়ে পালিয়েছে শতাধিক পরিবারের পুরুষ সদস্যরা। জানা যায়, মঙ্গলবার রাত ৭টার দিকে বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মেম্বার ও অপর আওয়ামী লীগ কর্মী হাজী আব্দুল গফুরের দু’গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ ও হাজী গফুরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল বলে পুলিশের দাবি।

জাস্ট নিউজ

Leave a Reply