স্ত্রীর পরকীয়ার টানে এক সৌদী প্রবাসী সর্বস হারিয়ে নিঃস্ব প্রায়!

মুন্সীগঞ্জ সদর উপজেলার তেলিরবিল গ্রামের স্ত্রী মনোয়ারা বেগমের পরকীয়ার কারনে ২১ বছরের অর্জিত সকল অর্থ সম্পদ হারিয়ে এখন নিঃশ্ব হয়ে পড়েছে সৌদী প্রবাসী হাসান মিয়া। দেড় বছর আগে হাসান মিয়া সৌদী থাকাকালীন সময়ে তার অর্জিত অর্থ সম্পদ দুই ছেলে মাহাবুবুর রহমান বিপুল (১৫) ও সাইফুল ইসলাম অপুসহ (১৪) মনোয়ারা বেগম সদর উপজেলার জোড়পুকুর পাড় এলাকার আসলাম মিয়ার সাথে পালিয়ে যায়।

ঘটনার পরপর প্রবাসী হাসান মিয়া বাংলাদেশের নিজ বাড়িতে এসে গত ০৩/১০/২০১১ইং তারিখে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়রী নং ১৩৯ । এদিকে মনোয়ারা বেগম ও পরকীয়া স্বামী আসলাম মিয়া ঢাকার রাজধানীর ওয়ারীতে দুই ছেলেকে নিয়ে বসবাস শুরু করলেও সৎ বাবা ও মায়ের নির্মম অত্যাচার ও নির্যাতন সইতে না পেরে গত ১২/০৪/১৩ ইং তারিখে বিপুল ও অপু দুই ভাই পালিয়ে বাবা হাসান মিয়ার নিজ বাড়িতে চলে আসে। এই ঘটনায় হাসান মিয়া স্ত্রীর পরকীয় স্বামী আসলাম মিয়ার ভয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

এ ব্যাপরে হাসান মিয়া বলেন, আমার দীর্ঘ ২১ বছরের অর্জিত ২৩ ভরি স্বর্ণ ও ৩১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। বর্তমানে আমার দুই ছেলেকে কাছে পেলেও অর্থ সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পরেছি। আমি প্রশাসনের কাছে আমার অর্জিত টাকা-পয়সা ও স্বর্ণ অলংকার উদ্ধারে সার্বিক সহযোগিতা কামনা করছি।


এ বিষয়ে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এই ঘটনায় দুটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

নিউজএক্সপ্রেস

Leave a Reply