৫ শতাধিক ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে শঙ্কায় মুন্সীগঞ্জবাসী

sajalvanganমোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জে দিন দিন ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বেড়েই চলছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, জেলায় ঝুকিপূর্ণ ভবনের সংখ্যা অন্তত পাঁচশ’। সাভারের রানা প্লাজা ট্রাজেডির ঘটনায় মুন্সীগঞ্জের পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে মুন্সীগঞ্জের সচেতন মহলে ব্যাপক নাড়া দিচ্ছে। ভবনগুলো যে কোন সময় ধসে পড়ে ঘটে যেতে পারে বড় ধরণের প্রাণহানির ঘটনা। শহর ও জেলায় রয়েছে শত বছরেরও অধিককালের অতি পুরাতন অসংখ্য বহুতল ভবন। এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে শত শত পরিবার।

শহরের মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ৩ তলা ছাত্রাবাসটি রাস্তার উপর সম্পূর্ণ ঝুঁকি নিয়ে জরার্জীণ হয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ দিন আগে এ ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা ভেঙ্গে অপসারনের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

জরাজীর্ণ এ ছাত্রাবাসে জীবনের ঝুঁকি নিয়ে কয়েকশ’ ছাত্র বসবাস করছে। রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। শহরের বাজার সংলগ্ন মালপাড়াস্থ প্রধান সড়কের উপর দাঁড়িয়ে রয়েছে বড় একটি ঝুঁকিপূর্ণ ভবন। এ ঝুঁকিপূর্ণ ভবনটির বিভিন্ন কক্ষ ভাড়া নিয়ে ব্যবসা করছেন দোকানিরা।

সূত্র মতে, জেলা শহরের শ্রীপল্লী, বাগমামুদালীপাড়া, মালপাড়া, জমিদারপাড়া, শহরের বাইরে রতনপুর, সর্দারপাড়া, চম্পাতলা, মিরকাদিম পৌরসভার নগর কসবা, নগরঘাট, কালিন্দিপাড়ার মেইন রোড়ে আকবর হাজীর বিল্ডিং, কমলাঘাট বন্দর, গোপাল নগর, শ্রীনগর উপজেলার ভাগ্যকুল, হাসাড়া, রাঢ়ীখাল, সিরাজদিখান উপজেলার মালখানগর, রশুনিয়া, বয়রাগাদি, ইছাপুরা,বাসাইল, গজারিয়া উপজেলার ভবেরচর পুলিশ ফাঁড়ি, গজারিয়া পুরাতন থানা ভবন, কৃষি অফিস, গজারিয়া ইউপি ভবন, সাব-রেজিস্ট্রার অফিস, টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গনমিলনায়তন, আব্দুল্লাহপুর, যশলং, কামারখাড়া, পাঁচগাঁও, ও লৌহজং উপজেলার থানা ভবন, পুরাতন ইউএনও ভবন, কলমা ও কুমারভোগ এলাকায় সরকারি-বেসরকারি এসব ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা অধিক।


এরমধ্যে মুন্সীগঞ্জ সদর, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা এলাকায় এসব ঝুঁকিপূর্ণ ভবন দিন দিন বেড়েই চলছে। এদিকে, জেলা গনপূর্ত, জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভা-কোন দপ্তরেই জেলায় ঝুঁকিপূর্ণ ভবন কিংবা পরিত্যক্ত ভবনের কোন পরিসখ্যান পাওয়া যায়নি।

শহরের সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে পুরনো এই ভবনগুলো। এসব ঝুঁকিপূর্ণ ভবনে সরকারি অফিস, বাসা-বাড়িসহ ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছেন নানা ব্যবসা বাণিজ্যে।


এছাড়াও জেলায় দিন দিন ঝুঁকিপূর্ণ নতুন ভবনের সংখ্যা বেড়েই চলছে। পৌরবিধান না মেনেই ভবন মালিকরা মনগড়াভাবে বহুতল ভবন গড়ে তুলছেন অহরহ। এতে পৌর কর্তৃপক্ষেরও নেই কোনো তদারকি।

তাদের মতে, সারা জেলায় রয়েছে পাঁচশ’র বেশি পুরনো ভবন। এসব ভবন এখনই ভেঙ্গে অপসারণ করা দরকার। অপরদিকে পৌর কোড না মেনে নতুন নতুন ঝুঁকিপূর্ণ ভবন তৈরি করার ফলে মুন্সীগঞ্জবাসী হুমকির সম্মুখিন হচ্ছে।

ফলে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। এ এলাকার জনমানুষের দাবি, অতিসত্ত্বর এসব ঝুঁকিপূর্ণ ভবন সরিয়ে নেয়া হোক ও পৌর কোড মেনে নতুন ভবন তৈরিতে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি পড়ুক। এ ব্যাপারে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র এ কে এম ইরাদত মানু বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা হচ্ছে।

জাস্ট নিউজ

Leave a Reply