বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বাজারে নির্মাণাধীন অবৈধ দোকান ঘর ভেঙে দিয়ে সেখানে ঈদগার রাস্তার সাইনবোড ঝুলিয়ে দিয়েছে স্থানীয় জনতা। এক ব্যক্তির দখলে থাকা নামে বেনামে ও অবৈধভাবে গড়ে উঠা ওই দোকান ঘরের জন্য দীর্ঘ দিন ধরে প্রস্তাবিত ওই ঈদগার মাঠটি নির্মাণ করতে পারছে না এলাকাবাসী।
জানা যায়, শহীদ তালুকদার নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে হলদিয়া বাজারে সরকারী খাস জায়গা নামে বেনামে কম পক্ষে ১৩টি দোকান ঘরের সমন্বয়ে একটি মার্কেট গড়ে তোলেন। বাজারে বৈধভাবে দোকান ঘর তুলতে হলে এক ব্যক্তি ১টি বা আধা শতাংশের বেশী জায়গা পেতে পারে না। অথচ শহীদ তালুকদার বিভিন্ন ব্যক্তির নাম দেখিয়ে প্রশাসন থেকে প্রায় ৮ শতাংশ জায়গা স্বল্পকালীন বা ১ সনের লীজ নিয়ে বাজারে গড়ে তুলেছেন একটি মার্কেট। আবার দোকান ঘর নেই অথচ দোকান ঘর আছে দেখিয়ে ভূয়া কাগজপত্র দাখিল করে তিনি এই সম্পত্তি ১ সনের লীজ নিয়ে বছর বছর লীজ নবায়ন করে চলেছেন। অথচ এই জায়গা দিয়ে স্থানীয় জনতা দীর্ঘ দিন ধরে স্থানীয় ঈদগা মাঠে যাতায়াতের জন্য রাস্তা দাবি করে আসলেও প্রশাসন সে দিকে নজর দেয়নি।
সম্প্রতি শহীদ তালুকদার তার মার্কেটের উত্তর দিকে আরো একটি দোকান ঘর তোলতে শুরু করে। স্থানীয় জনতা এতে বাধা দিলে শহীদ তালুকদার তার তোয়াক্কা না করে অবৈধভাবে গড়ে তোলে এ দোকান ঘর।
বৃহস্পতিার স্থানীয় কয়েক শ’ জনতা ও বাজার কমিটির লোকজন একত্রিত হয়ে অবৈধ এ দোকান ঘর ভেঙে দিয়ে সেখানে ঈদগার রাস্তার সাইনবোড টাঙ্গিয়ে দেয়।
হলদিয়া বাজার কমিটির সভাপতি রুহুল আমিন ঢালী জানান, শহীদ তালুকদার দীর্ঘ দিন ধরে নামে বেনামে লীজ নিয়ে বাজারের পূর্ব প্রান্তে মার্কেট গড়ে তোলেছেন।
তিনি ধীরে ধীরে উত্তর দিকে দোকান ঘর বাড়িয়ে চলছিলেন। স্থানীয় জনতা ও দোকানদারা তার এ অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে সেখানে ঈদগার রাস্তার সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। ইতিপূর্বে এই জায়গা দিয়ে ঈদগার রাস্তার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের নিকট লিখিত আবেদন করা হয়েছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় জনতার মৌখিক আবেদনের পরিপেক্ষিতে প্রশাসন শহীদ তালুকদারের অবৈধ দোকান ঘর নির্মান বন্ধ করে দেয়। ঈদগার রাস্তার জন্য আবেদনটি এখনও আমার দপ্তরে এসে পৌঁছেনি। আবেদনটি পেলে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply