রবিবার মধ্যরাতে শাপলা চত্বরে যৌথ বাহিনীর গুলিতে সিরাজদিখানের লতুব্দি ইউনিয়নের নতুন ভাষাণচর গ্রামের আব্দুর রহমানের ছেলে দুবাই ফেরত দিন ইসলাম (৩২) মঙ্গরবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মঙ্গলবার রাত ৮টার দিকে জানাযা শেষে নতুন ভাষাণচর এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এরপর থেকে সিরাজদিখানে হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে আতঙ্ক-উত্তেজনা বেড়ে যায়।
জেলা হেফাজতের মতে, শাপলা চত্বরের সমাবেশে গিয়ে যৌথ বাহিনীর গুলি বর্ষণের পর জেলার অন্তত ১শ’ হেফাজতের কর্মী নিখোঁজ রয়েছে। আহত হয়েছে কয়েকশ’ কর্মী।
এদিকে বুধবার শাপলা চত্বরসহ দেশব্যাপী হেফাজতে ইসলামের কর্মীদের মাগফিরাত কামনা করে মাদ্রাসা ও মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
লৌহজংয়ে পুলিশ ও ইউএনও’র তত্ত্বাবধানে সেখানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তালিকা করা হচ্ছে বলে হেফাজতের একাধিক সূত্র জানায়। পুলিশের পাশাপাশি স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগও তাদের উপর হামলার প্রস্ততি নিচ্ছেন বলে সুত্রটি দাবি করে।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মো. জসিমউদ্দিন জানান, এখানে কোনো মাদ্রাসায় হামলার আশঙ্কা নেই। তবে, শিক্ষক সঙ্কটের কারণে জামায়াতে ইসলামী সমর্থিত মোহাম্মদীয়া নামে একটি মাদ্রাসা শাপলা চত্বরের ঘটনার আগ থেকেই বন্ধ রয়েছে বলে তিনি দাবি করেন।
সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, এখানে হেফাজতে ইসলামের কোনো সমস্যা নেই। গ্রেপ্তার আতঙ্ক হওয়ারও কোনো কারণ নেই।
জাস্ট নিউজ
Leave a Reply