১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ নয়াগাঁও এলাকা থেকে আজ বুধবার সকালে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো: হিরা মিয়া (৩০) ও মোহাম্মদ হোসেন (৩২)। এদের বাড়ি শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায়। সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, সকাল ১০ টার দিকে পুলিশের একটি টিম শহরের উপকন্ঠ নয়াগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ২ যুবকের শরীর তল্লাসি চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশ ওই ২ যুবককে গ্রেফতার করে। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে দাবী করেন থানার ওসি।

যমুনা নিউজ

Leave a Reply