মুন্সীগঞ্জে ঝিনুক (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পিত্রালয় সংলগ্ন মিরকাদিম পৌরসভার গোয়ালঘূর্ণি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, গত ৫ বছর আগে একই পৌরসভার নুরপুর গ্রামের এনায়েত হোসেনের ছেলে এমিলির সঙ্গে তার মেয়েকে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই স্বামী ও স্বামীর স্বজনরা তার মেয়েকে নির্যাতন চালিয়ে আসছে। তার হেনা নামে এক বছরের কন্যাসন্তান রয়েছে। স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে বনিবনা না হলে তাদের আমাদের বাড়ি সংলগ্ন গোয়ালঘূর্ণিতে বাসা ভাড়া করে দেই।
শুক্রবার সকালে স্বামী ও স্বামীর বাড়ির লোকজন ঝিনুককে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে হাতিমারা পুলিশ ফাঁড়ির এসআই আবু তাহের জানান, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার আলামত পাওয়া গেছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করেছে। তবে নিহতের স্বজনরা হত্যার অভিযোগ আনলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।
জাস্ট নিউজ
Leave a Reply