দ্বিতীয় দফায় অভিযান শুরু হয়নি এখনও
কালাম আজাদ: বাংলাদেশি এভারেস্টজয়ী মোহাম্মদ খালেদ হোসেনের (সজল খালেদ) পরিবার বিভ্রান্তির মধ্যে পড়েছে। তার মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন কথা শোনায় এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, মৃত্যুর খবর প্রচার হওয়ার পরেও সজল জীবিত ছিলেন। আবার সজলের মরদেহ উদ্ধার অভিযান পরিচালনাকারী দলের প্রধান বলছেন, ‘কেউ হয়তো সজলের কোমরের দড়ির বাঁধন খুলে দিয়ে থাকতে পারেন। এতে তিনি কোথাও সটকে গিয়ে প্রাণ হারাতে পারেন।’ সবমিলিয়ে প্রথম থেকে গতকাল পর্যন্ত মৃত্যু ও মরদেহ নিয়ে নানা ধরনের কথা আসায় সজল কি আসলেই অসুস্থতা বা প্রতিকূল পরিবেশের কারণে মৃত্যুবরণ করেছিলেনÑ এমন প্রশ্ন জেগেছে পরিবারের মনে। বিষয়টির ব্যাপারে খোদ সজলের স্ত্রী গত বুধবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সজলের মরদেহ উদ্ধারে গতকাল পর্যন্ত দ্বিতীয় দফায় অভিযান শুরু হয়নি।
গতকাল সন্ধ্যায় সজল খালেদের শ্যালক নাসির খান সৈকত তার বোন তাহনিমা খান শৈলীর (সজলের স্ত্রী- বর্তমানে কাঠমান্ডুতে আছেন) বরাত দিয়ে জানানÑ মরদেহ উদ্ধার অভিযানে যাওয়া শেরপা দলের প্রধান মিংমা দরজি জানিয়েছেন, ‘দুর্ঘটনা এড়াতে পর্বতারোহীরা একটি দড়ির মাধ্যমে একজন অন্যজনের সঙ্গে যুক্ত থাকেন। আমাদের ধারণা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সজল ধীরে চলছিল। আর তাই হয়তো কোনো আরোহীর সমস্যা হওয়ায় তিনি বাধন খুলে দিতে পারেন। এতে সজল অন্য কোথাও গিয়ে সটকে পড়তে পারেন। যার কারণে তার মরদেহ আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’
তবে সজলের পরিবার মরদেহ উদ্ধার অভিযানে নামা শেরপাদের আন্তরিকতার অভাব ছিল বলে অভিযোগ করেছেন। তারা বলছেন, সজলকে পাওয়া যাচ্ছে না কিন্তু তার ব্যাগ ও মাস্ক পাওয়া গেল কোথায় থেকে? তবে এমন অভিযোগের জবাবে মিংমা দরজি জানিয়েছেন, তারা কোথাও লাশ খুঁজে পাননি। তবে ধীরে ধীরে সজলের অসুস্থতার মাত্রা বাড়তে থাকায় তিনি ভার কমাতে ব্যাগ ও অন্যান্য বস্তু ফেলে দিতে পারেন। আর এ কারণেই এসব উদ্ধার করা সম্ভব হয়েছে।
সজল খালেদের শ্যালক নাসির খান সৈকত আরও জানান, তার বোন তাহনিমা খান শৈলী জানিয়েছেনÑ সজলের সঙ্গে অভিযানে যাওয়া কয়েকজন তাকে (শৈলীকে) বলেছেন, সজলের মৃত্যুর সংবাদ প্রচারের পরেও জীবিত ছিলেন তিনি। এ কারণে আরও ধোয়াশার সৃষ্টি হয়েছে।
এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত সজলের শেরপার সঙ্গে কাঠমান্ডুতে থাকা তার স্ত্রী ও দুই বন্ধু আলোচনায় বসতে পারেননি বলে জানা গেছে। ওই শেরপাকে পেলে অনেক কিছুই স্পষ্ট হতো বলে ধারণা করছে সজলের পরিবার।
এদিকে গত সোমবার সজলের মরদেহ উদ্ধার অভিযান স্থগিতের পরে আর তা শুরু করতে পারেনি উদ্ধার অভিযানকারী দল। এর কারণ হিসেবে তারা বৈরী আবহাওয়াকেই দায়ী করছেন। তবে আগামী ৫ জুন পর্যন্ত নেপাল কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টির ব্যাপারে সময় চেয়ে নেওয়ায় এরমধ্যে আবহাওয়া অনুকূলে এলে বা কোনো খবর পেলে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে বলে অভিযান পরিচালনাকারী ব্যাকআপসহ ১২ সদস্যের ওই শেরপা দল থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ মে এভারেস্ট জয় শেষে ফেরার পথে নিজের মারা যান ৩৫ বছর বয়সী তরুণ চলচ্চিত্র পরিচালক মুন্সীগঞ্জের ছেলে সজল খালেদ। ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট সজলের সংসারে রয়েছে স্ত্রী শৈলী ও একমাত্র পুত্র সুষ্মিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সজলের মরদেহ উদ্ধার ও তা দেশে নিয়ে আসার জন্য কাজ করছে নেপালে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। সরকারের পক্ষ থেকে এ খরচ বহন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মরদেহ উদ্ধারে ত্রিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষরিতও হয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার মরহেদ উদ্ধারে হিমালয়ের উদ্দেশে রওয়ানা দেয় ১২ সদস্যের শেরপা দল। কিন্তু গত রোব ও সোমবার দুই দফায় সাউথ সামিটে পৌঁছে সজলের ব্যবহার্য কিছু জিনিস খুঁজে পেলেও সজলের মরদেহ খুঁজে পাওয়া যায়নি। পরে গত সোমবার বৈরী আবহাওয়ার কারণ দেখিয়ে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। এতে চলতি মৌসুমে সজলের মরদেহ উদ্ধার নিয়ে শঙ্কাই থেকে গেল। সজল খালেদ দুই বছর আগেও এভারেস্ট জয় করতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে ফিরে আসেন। তিনি এভারেস্ট ছাড়াও হিমালয়ের মেরা পিক, চুলু ওয়েস্ট ও লান্সিসারি চূড়া জয় করেছিলেন। এছাড়া পর্বতারোহণ নিয়ে এডমন্ড ভিস্টর্সেলের লেখা ‘পর্বতের নেশায় অদম্য প্রাণ’ শিরোনামে একটি বই অনুবাদও করেছিলেন সজল।
আমাদের সময়
Leave a Reply