জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুইপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৮টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কোটগাওঁ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ইউপি সদস্য আব্বাসউদ্দিন (৪৫) লিটন ঘোষ (৪৬), গোবিন্দ ঘোষ (৩৮), আক্তার ভেন্ডার (৪০)। স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়,জমি নিয়ে বিরোধের জের ধরে কেয়াইন ইউনিয়নের কোটগাওঁ গ্রামের লিটন ঘোষ ও দেলোয়ার হোসেনের লোকজনের মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্বাসউদ্দিনসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন।
সিরাজদিখান থানার সহকারী উপপরির্দশক (এএসআই) মো. হান্নান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় উভয়পক্ষ পাল্টা অভিযোগ দাখিল করেছে।ঘটনার তদন্ত করতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
=================
Leave a Reply