সামসুল হুদা হিটু: মুন্সিগঞ্জে শ্বশুরবাড়ীর লোকজনের হাতে নির্মমভাবে খুন হয়েছেন নববধু কলি (১৮)। কলির পিতা কাসেম প্রধান ৯জনের বিরুদ্ধে অভিযোগ এনে মুন্সিগঞ্জ সদর থানায় ডায়েরী করেছেন। বাদীর অভিযোগ দীর্ঘদিন ধরে তার মেয়েকে নানাভাবে হয়রানী ও নির্যাতন করে আসছিল তার স্বামী দেলোয়ার, শ্বাশুড়ী রহি বেগম, দেলোয়ারের দুই বোন মিনা ও রিনা, দুই ভাই মাঈনউদ্দিন বেপারী ও হুইক্কা বেপারী, দুই ভায়ের স্ত্রী মাফুজা বেগম ও সাবানা বেগম।
বাদী কাসেম প্রধান জানান, শুক্রবার গভীর রাতে শাসরোধ করে হত্যা করে আত্মহত্যা করেছে বলে এলাকায় হিউমার ছড়িয়েছে।
৬মাস পূর্বে সদর উপজেলার শিলই গ্রামের কাসেমের ছোট মেয়ে কলির সাথে একই উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন বেপারীর প্রবাসী ছেলে দেলোয়ারের সাথে কলির বিয়ে হয়। বিয়ের পর পরই শুরু হয় স্বামীর, শ্বাশুড়ী, ননদের নির্যাতন। এ নিয়ে কয়েক দফা বিচার সালিশী হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
এ বিষয়ে থানার অফিসার্স ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, কলির লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলে আত্ম হত্যা না হত্যা জানা যাবে।
ওয়ান নিউজ
Leave a Reply