ব্যবসায়ীকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে মাদক বিক্রেতা পরিবার

মাদক বেচাকেনার প্রতিবাদ করায় মুন্সীগঞ্জে মাদক বিক্রেতা পরিবার পিটিয়ে এক ব্যবসায়ীর হাত ভেঙ্গে দিয়েছে। আহত হুমায়ুন কবির (৪৩)-কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ৪ জনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে সোমবার দুপুর ২ টার দিকে শহরের দক্ষিণ ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ জানান, শহরের দক্ষিণ ইসলামপুর গ্রামের হুমায়ুন কবির একই গ্রামের মাদক বিক্রেতা সহোদর ইসমাইল ও ইব্রাহিমকে এলাকায় মাদক বেচাকেনা করতে নিষেধ করে। এতে মাদক বিক্রেতা পরিবারের ৪ সদস্য সোমবার দুপুর ২টার দিকে হুমায়ুন কবিরের বাড়িতে আকস্মিক হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে কবিরের ডান হাত ভেঙ্গে দেয়। এ ঘটনায় কবির ওই পরিবারের ৪ সদস্যকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দাখিল করেন।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply