মুন্সীগঞ্জে অর্পিত সম্পত্তির মামলা ফের গ্রহণ করা হচ্ছে

অবশেষে মুন্সীগঞ্জে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে আবার মামলা গ্রহণ শুরু হয়েছে। দৈনিক জনকণ্ঠে ৯ জুন সংখ্যায় ‘মুন্সীগঞ্জে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে মামলা গ্রহণ বন্ধ ॥ বিচার প্রার্থীরা বিপাকে’ শিরোনামে রিপোর্ট প্রকাশের পরই বিষয়টি নিয়ে শীর্ষ পর্যায়ের আলোচনার পর সমস্যার সমাধান হয়। বৃহস্পতিবার পর্যন্ত নতুন করে ২৫০টি মামলা রুজু হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

জনকণ্ঠে অনুসন্ধানী রিপোর্টের পরই সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে সরকারী কৌশলী এ্যাডভোকেট লুৎফর রহমান জানান, জেলা জজকে প্রত্যর্পণ এ্যাপিলেট ট্রাইব্যুনাল করা হলেও বিস্তারিত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আগের মতোই জেলা ও দায়রা জজ আদালতে মামলা ফাইলিং হবে। পরবর্তীতে এই প্রত্যর্পণ মামলাগুলো এখতিয়ারভুক্ত আদালতে পাঠানো হবে। তিনি জানান, একদা এ অঞ্চল হিন্দু অধ্যুষিত হওয়ায় বিপুল সংখ্যক অর্পিত সম্পত্তি সংক্রান্ত মামলার উদ্ভব হয়েছে। মামলা ফাইলিং জটিলতা কেটে যওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

জনকন্ঠ

Leave a Reply