দারোগা জাহিদের ধর্ষণ কেলেঙ্কারীর পর এবার গ্রেফতার বানিজ্যের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক শহীদুল ইসলামকে সোমবার দুপুরে ক্লোজড করা হয়েছে। সিরাজদিখান থানার ওসি আবুল বাসার এসআইয়ের অন্যত্র বদলির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআই শহীদুলকে সোমবার দুপুরেই জেলা পুলিশ লাইনের লাইনওয়ারে বদলী করা হয়েছে। ওসি আরো জানান, দারোগা শহীদ ডিএসবিতে যাওয়ার জন্য আবেদন করেছিল। তার আবেদন প্রপারলি না হওয়ায় তাকে পুলিশ লাইনের লাইনওয়ারে বদলী করা হয়েছে।
তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
এসআই শহীদুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ- গত এক সপ্তাহ যাবত সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকায় রাতের বেলা ঘুরাঘুরি করে বেড়ান এসআই শহীদুল। ঘুরাঘুরির সময় যাকে-তাকে গ্রেফতারের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল ওই এসআই। সম্প্রতি এসআইয়ের গ্রেফতার বাণিজ্যে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী কয়েকজন তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দাযের করেন পুলিশ সুপারের কাছে। এই পরিপ্রেক্ষিতে ওই এসআইকে সরিয়ে নেওয়া হয়েছে।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply