মুন্সীগঞ্জে জুয়া খেলা বাঁধা দেয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। আহত স্ত্রী নার্গিস আক্তার (২৫) ও স্বামী জাহাঙ্গীর (৩৫)- কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলার বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বিনোদপুর গ্রামের সাবেক মেম্বার লতিফের ছেলে মো. কালাম প্রায় প্রতিদিন তার বাড়িতে জুয়ার আসর বসায়। রোাবার রাতে এ জুয়ায় আসরে অংশ নেয় প্রতিবেশী জাহাঙ্গীর। গভীর রাতেও স্বামী বাড়ি না ফিরলে কালামের জুয়ার আসরে পৌছে সেখানে তার স্বামীকে দেখতে পায়। এতে নার্গিস কালামকে বকাঝকা করলে কালাম তাকে বেধড়ক পেটায়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে কালাম স্বামী জাহাঙ্গীরকেও পেটায়।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply