শ্রীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৪০) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার সমষপুর বাস স্ট্যান্ড সংলগ্ন খাদে যুবকের লাশ পাওয়া যায় সোমবার দিবাগত রাতে। মঙ্গলবার সকালে যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান জানান, অজ্ঞাত পরিচয়ের যুবকের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে- অন্যত্র কোথাও তাকে খুন করা হতে পারে। যুবকের পড়নে শুধুমাত্র লুঙ্গি ছিল। এ ঘটনায় মঙ্গলবার সকালে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply