চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসীর বাড়ি থেকে ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ককন মোল্লা (৩৫) অল্পের জন্য পুলিশের হাত থেকে ফসকে গেছে। গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, সন্ত্রাসী ককন পালিয়ে গেলেও তার বসত-ঘর থেকে পুলিশ লাল স্কচটেপ মোড়ানো ২ টি তাজা ককটেল উদ্ধার করে। বুধবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ব্যস্ততম মুন্সীরহাট বাজারে চরকেওয়ারের ভিটি হোগলাকান্দি গ্রামের প্রয়াত শাহজালাল মোল্লার ছেলে। শীর্ষ ককন মোল্লা চরকেওয়ারের টরকি গ্রামের নান্নু মিজির কাছ থেকে ১ লাখ ৯ হাজার ২০ টাকা ছিনতাই করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় টাকা উদ্ধার ও ককনকে গ্রেপ্তারে বুধবার সকালে চরকেওয়ারের ভিটি হোগলা কান্দি গ্রামে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় অল্পেতে তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের হাত ফসকে সে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তবে তার বসত-ঘরে তল্লাশি চালিয়ে ২ টি তাজা ককটেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ককন মোল্লার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় কয়েকটি মামলা রয়েছে।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply