ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর শ্রীনগর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী চলে এ সম্মেলন। সম্মেলনের দি¦তীয় পর্বে শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে সভাপতি পদে ভোটাভুটি হয়। এতে সাবেক কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আল মামুন ১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বি সাবেক কমিটির সহ-সভাপতি মশিউর রহমান মামুন পান ৯ ভোট। এছাড়া স্থানীয় সংসদ সংসদ্য সুকুমার রঞ্জন ঘোষের এপিএস নেছারউল্লাহ সুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ।
দুপুরে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে উপজেলা যুবলীগের সভাপতি শেখ মো. আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সংদস্য সুকুমার রঞ্জন ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মো. এমরান হোসেন খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রোমেন, মোশারফ হোসেন মিলন, জাকির হোসেন, কাজী ইকবাল হোসেন পিউল, জেলা যুবলীগ সভাপতি আক্তার-উজ্জামান রাজিব, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম খান, শ্রীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ-আল মামুন প্রমুখ।
ঢাকা নিউজ এজেন্সি
=============
শ্রীনগর উপজেলা যুবলীগের সম্মেলনে ফিরোজ সভাপতি সুজন সাধারণ সম্পাদক
আরিফ হোসেন: শ্রীনগর উপজেলা যুবলীগের সম্মেলন দীর্ঘ ১১ বছর পর শুক্রবার দিনব্যাপী শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান কমিটির সাধারন সম্পাদক ফিরোজ আল মামুন ১৬ ভোট পেয়ে সভাপতি ও নেছারুল্লাহ সুজন বিনা প্রতিদ্বন্দীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অপর সভাপতি প্রার্থী মশিউর রহমান মামুন পান ৯ ভোট। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ উপজেলা যুবলীগের সভাপতি শেখ মো: আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মো: এমরান হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কেন্দ্রিয় যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রোমেন, মোশারফ হোসেন মিলন, জাকির হোসেন, কাজী ইকবাল হোসেন পিউল, জেলা যুবলীগ সভাপতি আক্তার-উজ্জামান রাজিব, সাধারণ সম্পাদক মো ঃ ফেরদৌস আলম খান প্রমূখ।
Leave a Reply