ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ নুরুননাহার (২২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নুরুননাহার বেগম নরসিংদি জেলার নুরুল ইসলাম খানের মেয়ে বলে জানা গেছে।
জানা গেছে, শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ। দুপুরে কুমিল্লা থেকে ঢাকাগামী সেবা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানোর সময় নুরুননাহার নামে ওই নারীর কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) বেলালউদ্দিন জানান, উদ্ধার হওয়া এসব গাজাঁ অভিনব কৌশলে নুরুননাহারের শরীরের বাধা ছিল। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply