মুন্সীগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেফতার

মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মকবুল হোসেন মন্ডল (৩২) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এর আগে শনিবার মধ্যরাতে শহরের দেওভোগ মন্ডল বাড়ি এলাকা থেকে ইয়াবা উদ্ধার ও বিক্রেতাকে গ্রেফতার করা হয়।


সদর থানার এএসআই মোজাম্মেল হক জানান, শনিবার মধ্য রাত সোয়া ১২ টার দিকে সদর থানা পুলিশের একটি টিম শহরের পুর্ব-দেওভোগ এলাকার মন্ডল বাড়িতে অভিযান চালায়। এ সময় তোফাজ্জল হোসেন মন্ডলের বসত-ঘরে তল্লাসি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তোফাজ্জল হোসেনের ছেলে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply