গজারিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে সেনা সদস্যসহ আহত ১০

আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে মুন্সীগঞ্জের গজারিয়ায় মামলার আসামী ও বাদী গ্রুপের মধ্যে সংঘর্ষে সেনা সদস্যসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সেনা সদস্য ফজলুল করীম (৩৭), বাবু মিয়া (২৬), মোহাম্মদ আলী (২৩), আলাউদ্দিন (৪০), সিদ্দিক মিয়া (৫০) ও রাবেয়া বেগম (২৬)-কে গজারিয়া উপজেলার ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে গজারিয়া লঞ্চ টার্মিনালের কাছে এ ঘটনা ঘটে। মামলার আসামী দিল মোহাম্মদ ও বাদী সানাউল্লাহর দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


গজারিয়া থানার একটি মামলায় সোমবার সকালে জেলা সদরের আদালতে হাজিরা দিতে যান আসামী পক্ষের লোকজন। হাজিরা শেষে আসামী পক্ষরা নিজ গ্রাম গজারিয়া উপজেলার গজারিয়া গ্রাম ফিরছিলেন। বিকেল সাড়ে ৩ টার দিকে ট্রলারযোগে আসামী পক্ষের লোকজন গজারিয়া লঞ্চ টার্মিনালে পৌছলে মামলার বাদী সানাউল্লাহর গ্রুপের লোকজন আসামীদের উপর হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, গত ২৫ই জানুয়ারিতে সালাম দেওয়াকে কেন্দ্র করে গজারিয়া গ্রামে দিল মোহাম্মদ ও সানাউল্লাহরর দু’গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সানাউল্লাহ বাদী হয়ে প্রতিপক্ষ দিল মোহাম্মদকে প্রধান আসামী করে বেশ কয়েক জনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। সোমবার ওই মামলায় জেলা সদরে আদালতে হাজিরা দেন আসামী পক্ষের লোকজন।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply