দশম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের তিন আসনে দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা। এলাকায় গণসংযোগ, ব্যানার, ফেস্টুন ও পোস্টার টাঙিয়ে ভোটারদের জানান দিচ্ছেন তাদের প্রার্থিতার কথা। কেন্দ্রেও তদবির চালিয়ে যাচ্ছেন অনেকে। এর মধ্যে রয়েছে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। এলাকাবাসী ও দলীয় স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে মনোনয়নপ্রত্যাশী যাদের নাম পাওয়া গেছে তারা হলেন
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) : আওয়ামী লীগের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরী, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাহী বি চৌধুরী, বিএনপি থেকে সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, আলহাজ মমিন আলী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী দলীয় মনোনয়ন চাইবেন বলে স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন।
মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ি) : আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলি এবারও দলীয় প্রার্থী হবেন। বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা দলীয় মনোনয়ন পাবেন বলে জানা গেছে। তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন মুন্সীগঞ্জ-১ অথবা ২ আসনে দলীয় মনোনয়ন চাইতে পারেন।
মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) : আওয়ামী লীগের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী দলীয় মনোনয়ন পাবেন বলে জানা গেছে। অন্যদিকে বিএনপির জেলা সভাপতি আবদুল হাই ও কেন্দ্রীয় নেতা এম শামসুল ইসলামের যে কেউ দলীয় মনোনয়ন পেতে পারেন।
বাংলাদেশ প্রতিদিন
Leave a Reply