পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে ভুতুড়ে বিল করার অভিযোগ

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে ভুতুরে বিল করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এসে জেলা সদরের মধ্য কোর্টগাঁও নিবাসী ও ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীর কুমার ম-ল এ অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন যে, আমার বাড়িতে ৫টি মিটারের মধ্যে ১টি মিটার ২০০২ সালে এবং ৪টি মিটার ২০০৩ সাল থেকে ব্যবহার করে আসছি। যার একটিতেও অদ্যাবধি কোন বকেয়া নেই। অথচ জুন-২০১৩ মাসে ৭৭০-১৫৯০ নম্বর হিসাবের ২০০২ থেকে ২০০৪ এপ্রিল মাসের আংশিক পর্যন্ত মোট ৫টি বিলের ৭ হাজার ৬৯৫টাকা বকেয়া দেখিয়ে আমার ব্যবহৃত ০১-৭৭০-১৬০১ নম্বর হিসাবের অনুকুলে জুড়ে দেয়া হয়েছে। যা সরাসরি আইনের বরখেলাপ। আমি ৭৭০-১৫৯০ নম্বর হিসাবের মিটারটি কখনোই ব্যবহার করিনি বা আমার বাড়িতে ব্যবহৃত হয়নি। এ ব্যাপারে গত ৪ঠা জুলাই মুন্সীগঞ্জ সদর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বরাবর অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে প্রবীর কুমার ম-ল অভিযোগ করেন। এ ভুতুরে বিল আগামী ৮ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে বলে শিক্ষক প্রবীর কুমার ম-ল জানান।

এদিকে অভিযোগ সম্পর্কে জানার জন্য মুন্সীগঞ্জ সদর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বরাবর মোবাইলে কথা বলতে চাইলে তিনি মিটিংয়ে আছেন বলে লাইন কেটে দেন। খোঁজ নিয়ে জানা যায় ৭৭০-১৫৯০ নম্বর মিটারটি জৈনক স্বপন কুমার ম-লের নামে যার সাথে ভুক্তভোগী প্রবীর কুমার ম-লের কোন পারিবারিক ও সামাজিক সম্পর্ক নেই।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply