গোষ্ঠীগত দ্বন্দ্বের জের ধরে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে শনিবার বিকেলে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমুশুরা গ্রামে বিকেল ৬ টার দিকে স্থানীয় বিএনপি কর্মী শাহপরান ও আওয়ামী লীগ কর্মী রুহুল আলমের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে আহতদের মধ্যে বিএনপি কর্মী শাহপারন বাগ, মোফাজ্জল বাগ, নুরজাহান, আওয়ামী লীগ কর্মী রুহুল আলম বেপারীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
শীর্ষ নিউজ
Leave a Reply