গজারিয়ায় ৪শ’ ইয়াবাসহ যুবক আটক

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার দড়ি বাউশিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাহিদ ইসলাম রাসেল (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধা ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাহিদ ইসলাম রাসেল ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকার আমিনুল ইসলামের ছেলে।


গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন বাংলানিউজকে জানান, কুমিল্লা থেকে বাসযোগে মাদকের একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) বিল্লালের নেতৃত্বে পুলিশ সদস্যরা মহাসড়কের দড়ি বাউশিয়া এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে।

সন্ধা ৬টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী গ্রীন লাইনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে নাহিদ ইসলাম রাসেল পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করে তার কাছ থেকে ৪শ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রাসেল জানিয়েছেন, ইয়াবাগুলো ১০ হাজার টাকার বিনিময়ে কুমিল্লা থেকে ঢাকার বাসাবো নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তার।


অপর একটি সূত্র জানায়, তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলেও রহস্যজনক কারণে ৪শ’ পিস ইয়াবা উদ্ধারের সিজার লিস্ট তৈরি করেছে পুলিশ।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply