মুন্সীগঞ্জে অবৈধ গ্যাস লাইন সংযোগ সিন্ডিকেট
মুন্সীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এক শ্রেনীর কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে অবৈধ সংযোগ দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে এই সিন্ডিকেট। সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। দীর্ঘ দিন ধরে চলছে অবৈধ সংযোগের এই রমরমা ব্যবসা। বিস্ময়কর হচ্ছে-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এলাকার ৭৪ গ্রাহক অবৈধ সংযোগে গ্যাস ব্যবহার করছে দীর্ঘ দিন ধরে।
অবশেষে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের এই ৭৪ বাড়িতে অবৈধ বিতরণ গ্যাস সংযোগ এবং ৯ গ্রাহককে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। কিন্তু রহস্যজনক কারণে দুনীর্তিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছে ধরাছোয়ার বাইরে। অভিযোগ রয়েছে -মুন্সীগঞ্জের বিভিন্ন বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ ছাড়াও গ্যাসের বিল নিয়ে রয়েছে পুকুর চুরির ঘটনা। ১৫ জুন চিহ্নিত হলেও নানা দেন দরবারের পর ঠিকাদারদের বিরুদ্ধে মমলা দায়ের করা হয় গত ১ জুলাই। তাও রাখা হয় অতি গোপন। রাঘব বোয়াল এই ৯ ঠিকাদার এখনও পুলিশের ধরাছোয়ার বাইরে। চিহ্নিত সিন্ডিকেটটি কোটি টাকার বেশী রাজস্ব ক্ষতি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নারায়নগঞ্জ-সোনারগাঁ-গজারিয়ার তিতাস গ্যাস কোম্পানীর আঞ্চলিক ব্যবস্থাপক আবু জাফর সুলতান আহমেদ এই মামলার বাদী হয়েছেন। অবৈধ গ্যাস সংযোগের সুবিধাভোগী ৭৪ গ্রাহককে এ মামলায় সাক্ষী দেখানো হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ দিতে গ্রাহক ও ঠিকাদারদের মধ্যে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে দাবী করেন মামলার বাদী। তবে এখনও এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়নি।
অভিযুক্ত ৯ ঠিকাদার হচ্ছেন- মো. লিঙ্কন, মো. সেলিম মিয়া, মাসুম মিয়া, মো. মহিউদ্দিন, মোমেন চৌধুরী, আহসান সিকদার, লোকমান সিকদার, মো. কামাল ও তিতাস গ্যাস ঠিকাদার মো. পারভেজ। এদের বাড়ি জেলার গজারিয়া উপজেলার ভবেরচর, তেতৈতলা ও নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকায়।
গজারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিভিন্ন সময়ে গ্রামে অবৈধ ভাবে বিতরণ গ্যাস সংযোগ ও লাইজার উত্তোলন দিয়ে আসছিল। এই বিষয়গুলো নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।
নারায়নগঞ্জ-সোনারগাঁ-গজারিয়ার তিতাস গ্যাস কোম্পানীর আঞ্চলিক অফিসের একটি টিম গত ১৫ জুন সরেজমিনে গজারিয়ার ভবেরচরে এসে ৭৪ জন গ্যাস গ্রাহকের বাড়িতে অবৈধ ভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করার চিত্র দেখতে পান। এ অবৈধ গ্যাস সংযোগ খতিয়ে এর সঙ্গে ৯জনের জড়িত থাকার প্রমান পান তারা। পরবর্তীর্তে ৯ জনের বিরুদ্ধে শান্তির ব্যবস্থা নিতে গজারিয়া থানায় মামলা দায়ের করে।
মামলার বাদী আঞ্চলিক ব্যবস্থাপক জানান, চিহ্নিত অবৈধ সংযোগের কারণে বছরে প্রায় দশ লক্ষ টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে। চিহ্নিত গ্রাহকরা দীর্ঘদিন ধরে বিল না দিয়েই অভৈধভাবে গ্যাস ব্যবহার করে চলছেন। যা বিস্ময়কর ঘটনা। এই সিন্ডিকেটের সাথে আরও সদস্য জড়িত আছে কিনা এবং এমন অবৈধ গ্রাহক আরও রয়েছে কিনা তাও খোঁজ খবর করা হচ্ছে।
মুন্সিগঞ্জের বাণী
Leave a Reply