৩ দিনেও গ্রেফতার হয়নি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সরকারি শ্রীনগর কলেজের অধ্যক্ষকে হামলাকারী বহিষ্কৃত দুই ছাত্রলীগ নেতা। শ্রীনগর থানা পুলিশের চোখে পলাতক রয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতারা। গত বুধবার দুপুর ১২টার দিকে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির সুবিধা চেয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে অধ্যক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে অধ্যক্ষ বিদ্যুৎ কুমার সাহার মাথা ফাটিয়ে দেয় বহিষ্কৃত দুই ছাত্রলীগ নেতা।
ঘটনায় পরদিন শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ সিকদার পনির ও শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারডকে আসামি করে শ্রীনগর থানায় মামলা করেন অধ্যক্ষ নিজেই। ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও শনিবার বিকেল পর্যন্ত অভিযুক্ত ওই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে শ্রীনগর থানা পুলিশ।
শ্রীনগর থানার ওসি মাহবুবুর দাবি করেন, দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সমকাল
Leave a Reply