টঙ্গীবাড়ীতে কৃষকের পাট পানিতে তলিয়ে যাচ্ছে

pattreeব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাট চাষিদের বোপন করা পাট পানিতে তলিয়ে যাচ্ছে। ওজান হতে নেমে আসা ঢলের পানিতে উপজেলার জামিগুলো দ্রুত তলিয়ে গেছে। এখোনো এ উপজেলায় পানি বৃদ্ধি অব্যাহত আছে। ইতিমধ্যে পাটের জমিগুলোতে ৪-৫ ফিট পানি হয়ে গেছে। কৃষক পানিতে ডুব দিয়ে পাট কাটছে। এ বছর বর্ষার পানি বিলম্বে আসার কারনে জমি দিয়ে পাটের জাক না চলায় চাষিরা পানি বৃদ্ধির আসায় ছিলো। হঠৎ করে দ্রুত পানি বৃদ্ধি পেতে শুরু করলে পাট কাটতে শুরু করে তারা। কিন্তু বিগত ৭-৮ দিনে পানি খুব দ্রুত বৃদ্ধি পাওয়ায় জমির সব পাট কেটে সারতে পারেনি চাষিরা। এখোন জমিতে এক গলা পানি হয়ে যাওয়ায় পানির মধ্যে ডুব দিয়ে পাট কাটতে বাধ্য হচ্ছে তারা।


উপজেলার কাইচমালধা গ্রামের কৃষক রহিম জানান, এ বছর ১০ গন্ডা জমিতে পাট লাগাইছিলাম। পানি আহোনের আশায় ছিলাম। কিন্তু হঠাৎ কইরা কয়দিনে জমিগুলো তলাইয়া গেলো । এহোন ডুবাইয়া পাট কাটতাছি। আরো বেশি পানি আইলে তাও কাটা যাইবো না। উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, এ বছর উপজেলার ৮ শত একর জমিতে পাট চাষ করা হয়েছে। পাটের ফলন অন্যন্য বছরের তুলনায় অনেক ভালো । দামও ভালো থাকায় কৃষক অতি আগ্রহে পাট কাটতে শুরু করলে হঠাৎ পানি বৃদ্ধিতে নিরাশ হয়ে পরেছে তারা।

pattree
পানিতে তলিয়ে যাওয়া কৃষকের পাটের জমি।

Leave a Reply