মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃহস্পতিবার ২ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সীমানা প্রাচীর নির্মান নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গজারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও গজারিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে আহতদের মধ্যে গজারিয়া বালিকা উ”চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী সুমনা, রিনা, রিমা, নাহিদা আক্তার, অষ্টম শ্রেনীর শিক্ষার্থী উম্মে কুলসুম, ফারিয়া ও জেরিনকে গজারিয়া উপজেলার ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই ২ টি বিদ্যালয়ের প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গজারিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম সাহা ও পার্শ্ববর্তী গজারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুকের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ওই ২ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থি’তি শান্ত করে।
জরুরী বৈঠকে বসে শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত গন্ডগোলের মিমাংসা করা হয়েছে।
গজারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মদ ও গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাস দু’জনেই সীমানা প্রাচীর নিয়ে ভুল বুঝাবুঝির কারনে গন্ডগোল হয়েছে বলে স্বীকার করেছেন। বিষয়টি মিমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে ওই ২ শিক্ষক দাবী করেন।
যমুনা নিউজ
Leave a Reply