মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও পোষ্ট অফিসের জায়গা দখল করে নিয়েছে স্থানীয় ভূমি দস্যুরা। অফিসের ২ শতাংশ জায়গা ৬৫ লাখ টাকায় কিনে নিয়েছে সৌদি ফেরত ধনাঢ্য গৌতম দাস। দীর্ঘ দিনের পুরনো পোষ্ট অফিসের কাজ চলছে এখন আঁড়িয়ল বালিগাঁও ইউনিয়ন পরিষদের একটি কক্ষে।
এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, বালিগাঁয়ের মৃত আমজাদ আলী চেয়ারম্যান এর ছেলে আবুল কালাম শেখ ও তার ভাইয়েরা এলাকার সন্ত্রাসীদের নিয়ে পোষ্ট অফিসটি উচ্ছেদ করে দখল করে নেয়। এতে অর্থ জোগান দেয় গৌতম দাস।
এ ব্যাপারে রোববার জেলা পোষ্ট অফিসের উর্ধ্বতম কতৃপক্ষ তদন্ত করেছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সৌদি আরবে অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার কারণে গৌতমকে কয়েক কোটি টাকা রেখে দেশে পালিয়ে আসতে হয়। এলাকায় ধনকুপের বাদশাহ বলে গৌতম সবার কাছে পরিচিত।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply