মাদকসেবীদের হাতে যুবলীগ নেতা ছুরিকাহত

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার জের ধরে শহরের জগধাত্রী পাড়া এলাকায় আজ শুক্রবার দুপুরে চিহ্নিত মাদক সেবীদের হাতে যুবলীগ নেতা গোলাম মাসুদ রানা (৪২) ছুরিকাহত হয়েছে। দুপুর ২ টার দিকে শহরের জগধাত্রী পাড়া এলাকায় জুবলী রোডে এ ঘটনা ঘটে। রক্তাক্ত জখম অবস্থায় সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছুরিকাহত গোলাম মাসুদ রানাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদক সেবনের আস্তানা গড়ে তোলার বিরুদ্ধে কথা বলার অপরাধে কুখ্যাত মাদকসেবী দেলোয়ার তালুকদার ওরফে পিয়াজু দেলুর ছেলে চিহ্নিত মাদকসেবী ফয়সাল তালুকদার ওরফে পিয়াজু ফয়সাল ধারালো ছুরি দ্বারা প্রকাশ্যে ছুরিকাঘাত করে যুবলীগ নেতাকে।


সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমান জানান, শহরের জগধাত্রী পাড়া সংলগ্ন গদাঘোষের দ্বিতল ভবনের একটি পরিত্যক্ত ক দখল করে বাপ পিয়াজু দেলু ও ছেলে পিয়াজু ফয়সালের নেতৃত্বে মাদক সেবনের আস্তানা গড়ে তোলা হয়েছে। সদর থানার মাত্র কয়েক’শ গজ অদুরে এই মাদকের আস্তানা গড়ে উঠলেও পুলিশ রয়েছে নিশ্চুপ।

প্রায় প্রতিদিন ওই মাদকের আস্তানা গুড়িয়ে দিতে শহরের সচেতন মহল দাবী জানিয়ে আসলেও সদর থানার ওসি শহীদুল ইসলাম মাসিক মাসোহারা আদায় করে আসছেন বিধায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাপ-ছেলের মাদকের আস্তানা। মাদক সেবীরা হয়ে উঠেছে বিপদজ্জনক। আর ওই মাদকের আস্তানার বিরুদ্ধে কথা বলাই যুবলীগ নেতার জন্য কাল হয়ে দাঁড়ায়।


সদর থানার ওসি (তদন্ত) ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তবে, বাপ-ছেলের মাদকের আস্তানা গুড়িয়ে দেওয়া যাবে না। ওদের অনেক মতা। সদর থানা পুলিশের ওদের মতোই মতা নেই বলে স্বীকারোক্তি দিয়েছেন ওসি।

বাংলাপোষ্ট২৪

Leave a Reply