টানা বর্ষনে টঙ্গীবাড়ী উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত॥ নদী ভাঙ্গন বৃদ্ধি

ব.ম শামীম: গত ৩ দিনের টানা বর্ষন ও ওজান হতে নেমে আসা ঢলের পানিতে টঙ্গীবাড়ী উপজেলার নিন্মাঞ্চল দ্রুত প্লাবিত হচ্ছে। অনেক মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। উপজেলার সাতুল্লাহ-চাঠাতি পাড়া-পাঁচগাওঁ সড়ক, খলাগাওঁ-আদাবাড়ী সড়কসহ কামারখাড়া, হাসাইল, পাচঁগাঁও, আড়িয়ল-বালিগাওঁ ইউনয়নের বেশ কিছু সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে গৃহবন্দি হয়ে পরেছে অসংখ্য পরিবার। এদিকে উপজেলার পদ্মা নদীতে পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় উপজেলার চিত্তকড়া, মাইজগাওঁ, বড়াইল, বাঘবাড়ি, হাইয়্যারপাড়, মুলচর, দিঘিরপার এলাকায় নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে।


ইতিমধ্যে বেশ কিছু বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পরেছে বড়াইল প্রাথমিক বিদ্যালয় ও দিঘিরপাড় বাজারসহ আশে-পাশের বেশ কিছু এলাকা।

Leave a Reply