ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার চাষিরী গ্রামের রেজ্জাক সর্দার এর মেয়ে আন্তসত্ত্বা শিখা যৌতুকের বলির শিকার হয়ে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে মৃত্যূর সাথে ৭ দিন পাঞ্জা লড়ে শনিবার দুপুর ১ টায় ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালে মৃত্যূ বরণ করেছেন।
জানাগেছে, শিখার গত ১ বছর পূর্বে সিরাজদিখান উপজেলার কাকালদি গ্রামের সুমন রহমান সেখের সাথে বিয়ে হয়। বিয়ের পর হতে যৌতুকের জন্য তাকে নির্যাতন করতো তার স্বামী।
নির্যাতন সহ্য করতে না পেরে শিখা গত শনিবার নিজ শশুরালয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৭ দিন মৃত্যূর সাথে পাঞ্জা লড়ে শনিবার সে মৃত্যূ বরণ করে।
Leave a Reply