মোজাম্মেল হোসেন: মুন্সীগঞ্জে ঈদে জমে উঠেছে মাদক বাজার। আর ঈদের আগেই মজুদ করা হয় ইয়াবা, ফেনসিডিল, বিয়ার, হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক। ঈদের আগের দিন রাত থেকে শনিবার পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিক্রি হয়েছে কয়েক কোটি টাকার মাদক।
ঈদের চাঁদ রাত থেকেই তরুন ও মাদক সেবিরা মাদক সেবনে বুদ হয়ে রয়েছে। ঈদের দিনও শহরের বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে।
এসব মাদক ব্যবসায় বিক্রেতাদের নাম ছড়িয়ে পড়লেও প্রকৃত মাদক সম্্রাটরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তারা টাকা ছড়িয়ে ও লগ্নি দিয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। তারা রাজনৈতি প্রশ্রয়সহ নানা কারণে পার পেয়ে যাচ্ছে পুলিশের গ্রেপ্তার তালিকা থেকে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জেলার মাদক সিন্ডিকেটদের তালিকা থাকলেও রহস্যজনক কারণে গ্রেপ্তারে আগ্রহ নেই পুলিশের। শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকতকে কয়েক দফা পুলিশ আটক করলেও পরে টাকার লেনদেনে দুর্বল মামলায় চালান দেয় পুলিশ। প্রতিবারই দিন কয়েক হাজতে থেকেই বেরিয়ে আসে। কিন্ত থেমে থাকে না তার বিদেশী মদ, বিয়ার ব্যবসা। লিয়াকতের স্ত্রী এ ব্যবসা নিয়ন্ত্রণ করে থাকেন।
অপরদিকে গত ২৬ জুন রাত ১০ টার দিকে শহর লাগোয়া নয়াগাঁও পূর্বপাড়া এলাকার জাহিদকে ৩১৫ পিস ইয়াবা, নগদ ৪১ হাজার টাকা ও দুইটি মোবাইল সেটসহ জেলার ডিবি পুলিশ গ্রেপ্তার করে। জাহিদ পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি। কিন্ত কয়েকদিন যেতে না যেতেই আইনের ফাঁক-ফোঁকর দিয়ে জাহিদ জামিনে মুক্ত হয়।
শহরের সচেতন মহলের মতে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকায় মাঝে-মধ্যে দু’একজন গ্রেপ্তার হওয়া শীর্ষ মাদক ব্যবসায়ীরা জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসা জমজমাটভাবে চালিয়ে যাচ্ছে। আর পুলিশও মাসোহারা হিসেবে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
কিন্তু পুলিশের অযাচিত হয়রানির হাত থেকে নিস্তার পচ্ছে না সাধারণ মানুষ। ব্যবসার কাজে কিংবা কোন জরুরী কাজে রাতে মানুষজন বের হলে পুলিশ তার দেহ কিংবা ব্যাগ তল্লাশির নামে আটক করে মাদক মামলায় চালান করে দেয়ার হুমকি দেয়। পরে টাকা পয়সা দিলে তাদের ছেড়ে দিচ্ছে। আর চাহিদা মতো কোন টাকা দিতে না পারলে তাকে মাদক ব্যবসায়ী বলে থানায় ধরে আনছে। এতে সাধারণ মানুষ বিপাকে পড়ছে।
মুন্সীগঞ্জ শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী হচ্ছে লিয়াকত। তার কাছে বিদেশী মদ, বিয়ারসহ কল ধরণের মাদক পাওয়া যায়। তার এ ব্যবসা নিয়ন্ত্রণ করে তার স্ত্রী ও এক ভাতিজা। পুলিশ তাকে গ্রেপ্তার করলেও টাকার বিনিময়ে পরে মাদক সেবনকারী হিসেবে আদালতে চালান দেয়ার অভিযোগ রয়েছে। মুন্সীগঞ্জের মুক্তারপুর হচ্ছে তার ব্যবসায়ী এলাকা। এখানে মাদকের রমরমা ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে।
ডিঙ্গাভাঙ্গার অন্যতম মাদক ব্যবসায়ী পাগলা মনির। তার সহযোগী হচ্ছে রকিব। তাদের কাছ থেকে অত্র এলাকার অনেকই মাদক কিনে ব্যবসা করছে। তারা মুন্সীগঞ্জ পুলিশকে মাসোহারা দিচ্ছে।
ভট্টাচার্যবাগের মাদক ব্যবসায়ী হচ্ছেন ইলিয়াস ঢালী। পুলিশের সহযোগিতায় তার নেতৃত্বে এখানে জমজমাট মাদকের ব্যবসা চলছে।
জাস্ট নিউজ
Leave a Reply