১৫ আগস্টে মুন্সীগঞ্জের সর্বত্র বৃহস্পতিবার দুপুরে দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিভিন্ন স্থানে দুপুর ১ টা থেকে বিকেল পর্যন্ত দু:স্থদের মাঝে খিঁচুরি ও বিরিয়ানি বিতরণ করা হচ্ছে। জেলার ৬ টি উপজেলায় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সকলের রুহের মাগফিরাত কামনা করে মসজিদে মসজিদে করা হয়েছে বিশেষ দোয়া-মোনাজাত।
দলীয় নেতাকর্মীরা জানান, জেলার লৌহজং ও টঙ্গীবাড়িতে জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান, সিরাজদিখান আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনসহ দলের অন্যান্য অঙ্গ-সংগঠনের ব্যানারে পৃথক পৃথক গণভোজের আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি মো. মহিউদ্দিন ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী গণভোজের আয়োজন করে। এছাড়া সদর উপজেলার চেয়ারম্যান আনিসুজ্জামান আসিছ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন ভূঁইয়া আফসু, জেলা যুবলীগের সভাপতি আক্তার-উজ-জামান রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান সুমন, শহর ছাত্রলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল বিভিন্ন স্থানে দু:স্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করে।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply