গজারিয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শুভ দাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুভ দাসের বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে।


গজারিয়া থানার পরিদর্শক মো. ফরিদউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল আনারপুরা এলাকায় অভিযান চালায়। এসময় শুভ নামে এক যুবকের কাছে দুই হাজার পিস ইয়াবা পাওয়ায় তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply