২ সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যা

পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানের জননী এক গৃহবধূকে শ্বাস রোধে হত্যার অভিযোগ এক স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম শিল্পী বেগম (৩২)। ঘটনার পর ট্রাক চালক স্বামী আলমগীর হোসেন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৭টার মধ্যে যে কোন সময়ে শিল্পীকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। শুক্রবার সকালে ফতুল্লার দক্ষিণ শিয়ারচরের বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।


নিহত শিল্পীর ভাই জুয়েল জানান, স্বামীর অত্যাচার থেকে রক্ষা পেতে প্রথম স্বামীর সংসার ছেড়ে শিল্পী বেগম গত ২ বছর আগে মুন্সীগঞ্জের বিক্রমপুরের লৌহজং এলাকার আলমগীরকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই আলমগীর শিল্পীকে তুচ্ছ ঘটনা নিয়ে অমানবিক নির্যাতন করতে থাকে। বৃহস্পতিবার রাতে আলমগীর মাতাল অবস্থায় বাসায় ফেরে। এ সময় সাংসারিক বিষয়াদি নিয়ে আলমগীর এবং শিল্পীর মধ্যে কথা কাটা কাটি হয়। ওই সময় শ্বাস রোধ করে শিল্পীকে হত্যার পর পালিয়ে যায় আলমগীর। শিল্পী ছেলে ইব্রাহিম (১২) সকালে প্রথম মায়ের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে।

ফতুল্লা মডেল থানার (উপ-পরিদর্শক) আইয়ুব জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিল্পীকে শ্বাসরুদ্ধ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকারিপোর্টটোয়েন্টিফোর

Leave a Reply