সিরাজদিখানে ভুয়া যুবলীগ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ

সিরাজদিখান উপজেলায় যুবলীগ রাজনীতির সাথে জড়িত নয় এমন ব্যক্তিরা যুবলীগ নেতা পরিচয় ব্যবহার করে নানা অপকর্মে জড়িত। আর এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন সদ্য অনুমোদিত উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

রবিবার সকাল ১১টায় সিরাজদিখানের রসুনিয়া উচ্চ বিদ্যালয় মার্কেটে আয়োজিত সিরাজদিখান উপজেলা যুবলীগ শাখার আহ্বায়ক কমিটি আয়োজিত এক সভায় এই ক্ষোভ প্রকাশ করেন।


কমিটির আহ্বায়ক রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, যুগ্ন আহ্বায়ক মাসুদ লস্কর, জাহাঙ্গীর খান, আক্তারুজ্জামান জয়, মনোয়ার হোসেন মনু, আরিফ হোসেন ও সুখন চৌধুরী প্রমুখ।

বক্তারা বক্তব্যে বলেন, ভ’মিদস্যুতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা সিরাজদিখান যুবলীগের কমিটির সাথে অন্তুভ’ক্ত না হয়েও যুবলীগের পরিচয় ব্যবহার করে সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত। এঘটনায় দলের ভার্বমুত্তি চরম ভাবে ক্ষুন্ন হচ্ছে।

সভায় উপজেলার ইছাপুরা, কোলা, কেয়াইন, বাসাইল ও রাজানগর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের লক্ষ্যে তারিখ নির্ধারন করা হয়।

বাংলাপোষ্ট২৪

One Response

Write a Comment»
  1. Sotto kotha

Leave a Reply